খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা আদায়।

মিজানুর রহমান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে জরিমানা আদায় করেছে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে মুদি দোকানদার সাইফুল ইসলামর নিকট টিসিবি পণ্য বিক্রি ও মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রওশানুল কাওছার, এস আই মমিনুল ইসলাম টিসিবি পণ্য বেআইনিভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে গোবিন্দগঞ্জ পৌর বাজারের দুইটি মুদি দোকানে অভিযান চালায় । এ সময় টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে সাইফুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করে। অপর ঘটনায় মুদি দোকানদার বাচ্চু মিয়াকে আটক করে পুলিশ।
সেই সঙ্গে তার দোকান থেকে টিসিবি’র লোগো যুক্ত ২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। বাচ্চু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাঈদ আলীর ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন,টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেওয়া হয়। এখানে তা না করে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল।
যার ফলে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ একজনকে আটক করা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল পড়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।