সারাদেশ

দশমিনায় ট্রলির চাপায় নিহত ১, আহত ৪

মো.জায়েদ হোসেন,দশমিনা,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় শুক্রবার দুপুর দেড়টায় ট্রলির চাপায় এক নারী নিহত ও চার জন আহতের ঘটনা ঘটে।
নিহত তানজিলা(২৮) উপজেলার আরোজবেগী গ্রামের জিয়ার প্যাদার স্ত্রী।
স্থানীয় সূত্রে জনা যায়, উপজেলার দশমিনা ও রনগোপালদী সড়কের কাপুরিয়াকাচারি নামক স্থানে দশমিনা থেকে মোসাঃ তানাজিলা (২৮) তার দুই ছেলে আবদুল্লা(৪) এবং আবুবকর(২) কে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবার পথে  রনগোপালদী থেকে আসা মক্কাট্রেডার্স নামক একটি ট্রলির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তায় থাকা অটো রিস্কার উপর পরে সড়কের পাশে একটি খাদায় পরে যায়।অটো রিস্কায় থাকা তানজিলা ট্রলির সামনের চাকায় পিস্ট হয়ে ঘটনা স্থলে মারা যায়। আবদুল্লাহ ও আবুবকর অটো রিস্কা থেকে ছিটকে পরে আবদুল্লাহর বা হাত ভেঙে যায় এবং আবুবকরের শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়।অটো রিস্কা চালকের বাম পা ভেঙে যায়। আবদুল্লাহ ও আবুবকরকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয় এবংঅটো রিস্কা চালকে বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়। ট্রলি চালক মান্নানকে স্থানীরা অঞ্জান অবস্থায় দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রলিচালক দশমিনা হাসপাতালে থানা পুলিশের হেফাজতে চিকিৎসাধী আছে। নিহত তানজিলাকে দশমিনা থানায় নিয়ে যাওয়া হয়।
প্রতক্ষদর্শী টিটু প্যাদা  বলেন আমি চায়ের দোকানে বসা এ সময় দেখি দক্ষিনদিক থেকে একটি ট্রলি এসে একটু সামনে বিকট শব্দ হয় দৌড়ে গিয়ে দেখি ট্রলি রাস্তার পাশে খাদে পরে আছে । ট্রলির সামনের চাকার নিচে একজন মহিলা দুটি বাচ্চা কান্না করছে একটি অটো রিস্কা দলামুচরা হয়ে পরে আছে। এলাকার লোকজন জড় হয়,এর পরেই দশমিনা থানা পুলিশ ঘটনা স্থলে এসে ওই মহিলাকে মৃত্যু উদ্ধার করে,ট্রলিচালককে থানা পুলিশ নিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলিম  জানান ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে তানজিলা নামের এক মহিলার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ট্রলিচালক মান্নান পুলিশ হেফাজতে আছে। পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীর আছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,