সারাদেশ

মহেশপুরে স্কুলে যাওয়া হলো না দুই বোনের

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ২৮.০৫.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুরে আফিয়া খাতুন (১২) ও সাফিয়া খাতুন (৮) নামে দুই চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উপজেলার সীমান্তবর্তী খোশালপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া উপজেলার খোশালপুর পশ্চিমপাড়া গ্রামের শবিদুল ইসলামে মেয়ে ও ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী এবং নিহত শিশু সাফিয়া খায়রুল ইমলামের মেয়ে ও ৩য় শ্রেনীর ছাত্রী। দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নেপা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান,সকাল সাড়ে ৮টার দিকে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে নতুন খননকৃত সাবেক ইউপি সদস্য রেজাউলের পুকুরে গোসল করতে যায়। সেসময় দুইজনে পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। ওই সময় দুইজন বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
এতথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,খোশালপুরে ২টি শিশু পানিতে ডুবে মারা গেছে এবং ঘটনাস্থলে তদন্ত ওসিকে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,