চকরিয়া বদরখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

আলফাজ মামুন নুরি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ৭টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের সিরাদিয়া মৎস্য প্রজেক্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম ইমন (২৩)। তিনি বদরখালী ৬নং ওয়ার্ডের মগনামা পাড়ার (উবিনীগ) বাসিন্দা মরহুম আবু তাহেরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ইমন সকালে মৎস্য প্রজেক্টে কাজ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।