সারাদেশ

কমলগঞ্জে ফের ১৯ জনকে পুশইন করল বিএসএফ

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তে ফের ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাঘিছড়া থেকে ৫ জন ও চাম্পারায় এলাকা থেকে ১৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।

আটককৃতদের মধ্যে শিশুসহ নারী-পুরুষ রয়েছে। আটককৃতদের বাঘিছড়া বিওপি ও চাম্পারায় বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে বলে জানায় বিজিবি।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, ‌‘শুক্রবার ভোর রাতে ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিজিবি। ভোর ৪টার দিকে কমলগঞ্জের বাঘিছড়া সীমান্ত এলাকা থেকে পাঁচজন ও সকাল ৭টার দিকে চাম্পারায় সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে।’

আটকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তারা বাংলাদেশি নাগরিক। সবকিছু শেষ করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,