সারাদেশ

জয়পুরহাটে জামায়াতে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আমাদের নেতা এটিএম আজাহারুল মুক্তি পেলেও এখন পর্যন্ত অন্যায় ভাবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল, এই নিবন্ধন এখনো ফিরে পাইনাই, আজকের এই সমাবেশ অন্তবর্তী সরকারের কাছে আহবান জানাবো,অবিলম্বে জামায়াতে নিবন্ধন প্রতীকসহ আমাদেরকে ফেলে দিতে হবে, তার কারণ ফ্যাসিবাদী সরকারের বহুৎ কিছুই এর মধ্যে অবৈধ হয়ে গেছে ,সুতরাং এই নিবন্ধন বাতিলও ছিল অবৈধ। জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম খান জেলার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের আরামনগর এলাকায়  আব্বাস আলী খাঁন মিলনায়তনে এই দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন,এ্যাড. মামুনুর রশীদ ও রাশেদুল আলম সবুজ, মাওলানা আব্দুল খালেক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,