সারাদেশ

চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর বাসভবনে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং প্রাণ নাশের চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার বিকালে গাইবান্ধা জাতীয় পার্টির জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীন, সহ-সভাপতি হাসান কবীর তোতা, সাংগঠনিক সমপাদক আনোয়ারুল ইসলাম লেবু, আব্দুল মান্নান মন্ডল, আব্দুর রাজ্জাক মন্ডলসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে পার্টির চেয়ারম্যান বাসভবনে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,