দেবীগঞ্জ শিক্ষার মান গতিশীল করতে অভিভাবক সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার শিক্ষার পরিবেশ সৃষ্টি, পাঠদান ও শিক্ষার মানের গতিশীল করতে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
১ জুন রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সবুজপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে। মাদরাসার সকল অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশ ছাড়াও অনুষ্ঠানে মাদরাসায় অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে কওমী মাদরাসার বোর্ডের আওতাধীন বৃত্তি পরীক্ষায় মাদরাসার ২০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, মাদরাসার উপদেষ্টা মাওলানা আবুল বাশার বসুনিয়া। মাদরাসার সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজুর সভাপতিত্বে ও মাদরাসার দুই ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মাদরাসার পরিচালক ও নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা মাওলানা শেখ ফরিদ,