সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ 

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রোববার (০১ জুন) সকালে জয়পুরহাট পৌর সভা চত্বরে  ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬ শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এস আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর সভার  নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা,সমাজ উন্নয়ন কর্মকর্তা, মো: হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম,উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এই চাল পেয়ে দেওয়ান পাড়া  আরজিনা   বেগম, বুলু পাড়া বিউটি খাতুন, শাপলানগরের ফাতেমাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক  মোহাঃ সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল। এ চাল ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হবে।
২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,