সারাদেশ

শ্যামনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের চাউল উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর বাজারে রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চাউলের দোকান থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের পুষ্টি চাউল উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর মৎস্য আড়ত সংলগ্ন আল্লার দান চাউলের আড়ত থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (স্থানীয়ভাবে প্রচলিত শিশু কার্ড) কর্মসূচির আওতায় দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত পুষ্টি চাউলের বস্তা ভেঙ্গে পুনরায় প্যাকেজিং করে বিক্রয় করা অবস্থায় জব্দ করা হয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আল্লারদান চাউলের মালিক কালিগঞ্জ উপজেলার মোঃ শাহিনুর রহমান বকুলকে প্রথমবার অপরাধের জন্য সর্তকতাস্বরুপ নগদ দুইশত টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ রকম কাজ আর না করার বিষয়ে মুচলেকা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে বলেন সরকার কর্তৃক প্রদত্ত দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত চাউল কোনভাবে ক্রয়-বিক্রয় করা যাবে না। যারা এই চাউল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকবেন তাদেরকে অবশ্যই দন্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হবে।

পরে জব্দকৃত চাউলগুলি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নুরনগর ইউনিয়নের ৫টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,