সারাদেশ

চার জেলার মাদক সম্রাট ঝিনাইদহের মনিরুল

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদর থানা চাপড়ি গ্রামের বাসিন্দা সাঈদ হাসান ওরফে মনিরুল। কে এই মনিরুল যে দিনে দিনে মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেছেন অথচ ধরাছোঁয়ার বাইরে। যার কাজ ইয়াবা এবং ফেনসিডিল বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পৌঁছে দেওয়া। অনুসন্ধানে জানাজায় সাঈদ হাসান ওরফে মনিরুল প্রশাসনের নাকের ডগায় বসে মাদক কারবার করে অথচ সে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসন কেন নিরব। একের পর এক নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকা কেন। মনিরুলের মাদক কারবারীর এলাকা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর। অনুসন্ধানে জানাজায় মনিরুলের মাদক কারবারীর সহযোগী হিসেবে জড়িত মাগুরার ইমরান কোটচাঁদপুরের জমির ঝিনাইদহের চান মিয়া ও শিশির। মনিরুল এতটাই চতুর বেনাপোল শার্শা ঝিকরগাছা বিভিন্ন স্থানে তার মাদক পৌঁছানো হয় কিন্তু সে নিজে কখনো মাদক বহন করেন না। এবং মাদকের টাকাও সে নিজে লেনদেন করেন না অনুসন্ধানে জানা যায় মাদকের টাকা কখনো তার মা গ্রহণ করে কখনো তার ক্যাশিয়ার আলামিন মন্ডল গ্রহন করে। শাহিদ হাসান ওরফে মনিরুল মাদক কারবারি করে এলাকায় কোন কিছুই করেন নাই কিন্তু ঢাকা শহরে ফ্লাট ঝিনাইদহ গ্রামীণ ব্যাংক এলাকায় ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন। এলাকার মানুষ জানে মনিরুলের ভাই সুমন মালয়েশিয়া থাকে কিন্তু অনুসন্ধানে জানা যায় মনিরুলের ভাই সুমন কক্সবাজারে বসে মাদক ব্যবসার সহযোগিতা করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,