সারাদেশ

পিরোজপুরে পরিবহন ভাড়া যৌক্তিক করার দাবীতে যাত্রী কল্যান সমিতির মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর – নাজিরপুর – গোপালগঞ্জ রুটে  ঢাকা আসা যাওয়ার ভাড়া যৌক্তিক নির্ধারন করার দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১০.০০ টায় পিরোজপুর শহীদ মিনার সড়কে এ মানববন্ধনের আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি।
 অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিরোজপুর যাত্রী কল্যান সমিতির আহ্বায়ক মইনুল আহসান মুন্না, নারীনেত্রী খালেদা আক্তার হেনা, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ আবু, যুগ্ন আহবায়ক জগৎ প্রিয় দাস বিষু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো নাসির উদ্দিন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু ও সদস্য সচিব হাছিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন,”বিগত সরকারের সময় শেষ দিকে এসে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বর্তমান বৈষম্যহীন সমাজে আমরা এই বৈষম্য চাই না। সরকার নির্ধারিত ভাড়াটি ধরে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারনের ব্যবস্থা করতে হবে।”
তারা আরও বলেন,” ঢাকা থেকে পিরোজপুর পথের দূরত্ব অনুযায়ী জনপ্রতি সর্বোচ্চ ভাড়া ৫৫০/- টাকা হয়, অথচ কৌশলে বিআরটিএকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন ধরে  জনপ্রতি ৬৫০/- টাকা ভাড়া আদায় করা হচ্ছে।”
ঊল্লেখ্য, কিছুদিন পুর্বে এ বিষয়ে বেশ কিছু দাবী নিয়ে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,