সারাদেশ

মহেশপুরে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে গয়েশপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটককৃত জুয়েল রানা উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,