সারাদেশ

সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমালের লাশ ফুলে ভেসে ওঠে।
শুক্রবার (১৩ জুন) সকাল অনুমানিক ১০টার কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) ডুবে যাওয়া ঘটনাস্থল হতে অনুমান ১০/১২ হাত দূরে নদীর গভীর পানি হতে ডুবে যাওয়া নিখোজ মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) এর মৃতদেহ ফুলে ভেসে ওঠে। ঘটনার সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করে।
গত বুধবার (১১ জুন ) দুপুর অনুমান ২টায় কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) এলাকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার অন্যান্য বন্ধুসহ মেধাই যমুনা নদীর ঘাটে, হাট পয়েন্টে বেড়াতে এসে নদীতে নামে, তার অন্য তিন জন বন্ধু নদী থেকে উপরে উঠে আসেন কিন্তু মিরাজুল হক ওরফে তমাল নদীর স্রোতে ডুবে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয় ।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে ছিলো। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আজ সকালে মৃতদেহ ফুলে ভেসে ওঠে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,