সারাদেশ

ভূঞাপুরে বাস ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ে যৌথ বাহিনীর অভিযানে অর্থদণ্ড 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাস ও সিএনজি ওয়ালাদের কে অর্থ দন্ড।
শুক্রবার (১২ জুন) বিকেলে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর অভিযানে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর অভিযানে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
অতিরিক্ত বাস ভাড়া নেয়ার জন্যে রনিকে ৫ হাজার, পারভেজকে ৫ হাজার ও সিএনজি বুকিং মাষ্টার আরিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, কেউ যদি ভাড়া বেশি আদায় করে, আমাদের জানাবেন, আমরা তা ব্যবস্থা নিবো। এই অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,