শাহরাস্তির ওয়ারুক বাজারে সরকারী জায়গা দখলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হাসান আহমেদ।।
চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক বাজারে সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে অসাধু কিছু ব্যক্তি, সরকারি জায়গা দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
১৭ জুন ২০২৫ মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা শাহরাস্তি উপজেলার আওতাধীন কুমিল্লা- চাঁদপুর মহাসড়কের দুই পাশে কয়েক মাস আগে উচ্ছেদ করার পরও পুনরায় আবার গড়ে উঠা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রাখায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিগার সুলতানা’র সার্বিক সহযোগিতা, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান উক্ত অভিযানের সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার এবং চাঁদপুর জেলা সড়ক ও জনপদ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।