সারাদেশ

নওগাঁয় সিএনজি-ভ্যান মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আছিয়া জান্নাত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কসব ইউনিয়ন পরিষদের পাশের (পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা) সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আড়াই বছর বয়সী নিহত আছিয়া জান্নাত উপজেলার ১৪নং বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর  গ্রামের গার্মেন্টসকর্মী আকাশের  একমাত্র মেয়ে।
মঙ্গলবার (১৭জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাল পাতিলা বাজার এলাকায় একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আছিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিএনজি জব্দ করাসহ  চালককে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শিশু আছিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,