সারাদেশ

পিরোজপুরে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ

পিরোজপুর প্রতিনিধি:
ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে পিরোজপুর-কলারন মহাসড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি সেতু।  শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সেতুটি ভেঙে পড়ায় শুক্রবার ভোর রাত থেকে দুপাড়ের সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সন্ন্যাসী, কলারন, ইন্দুরকানি- পিরোজপুর রুটে চলাচলকারি কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক  ইন্দুরকানি উপজেলার কঁচা নদী সংলগ্ন খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারন ক্ষমতার অধিক  কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারনা স্থানীয়দের। তবে দুর্ঘটনার  পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর হয়তো বা তারা ট্রাক ফেলে পালিয়ে গেছেন বলে এলাকাবাসি জানান।
 সেতুটির আশপাশের বাসিন্দারা জানান, কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ  এই সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ৫ টনের অধিক যানবহন নিয়ে চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দুপাড়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দেন।
 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
 এ সময় তারা সাংবাদিকদের জানান,  দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 ইন্দুরকানি থানার ওসি মো. মারুফ হোসেন  জানান, সেতুটি দিয়ে চলাচলের ধারণ ক্ষমতার অধিক  কয়লা নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,