সারাদেশ

মহেশপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে আরিফুল ইসলাম রাহুল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উপজেলার বাউলী মোহাম্মদপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। রাহুল ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান,প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান রাহুল। গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে সে।
সকালে ডাকাডাকির পর তার কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় তার মা। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে মহেশপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মজবির রহমান জানান, রাহুল নম্রভদ্র ছেলে ছিলো। সে কি কারণে কিসের জন্য যে আতœহত্যা করলো বুঝতে পরছি না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
তবে রাহুল কেন এমন সিদ্ধান্ত নিল এ বিষয়ে পরিবার কিংবা প্রতিবেশীদের কেউ কিছু বলতে পারেনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,