সারাদেশ

শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন

রনজৎি বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৮০ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত সুত্রে প্রকাশ, অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে ৩০ জন, দাখিলে ৪৮ জন ও ভোকেশনালে ০২ জন সহ মোট ৮০ জন।

কেন্দ্র অনুযায়ী অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ০৫ জন ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ০৯ জন সহ ৩০ জন। ভোকেশনাল পরীক্ষার্থী অনুপস্থিত নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ০১ জন ও শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ০১ জন।

দাখিল পরীক্ষায় অনুপস্থিত নওয়াবেঁকী বিড়ালক্ষ্মি কাদেরিয়া সিনিয়র মাদ্রাসায় ০৯ জন ও শ্যামনগর ডি ইউ এস আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৯ জন সহ ৪৮ জন।

উপজেলায় প্রথমদিনে মোট পরীক্ষার্থী ছিল এসএসসিতে ১৮২২ জন, দাখিলে ১০০৪ জন ও ভোকেশনালে ১৩৩ জন সহ মোট ২৯৫৯ জন।

কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬২৮ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৮০ জন ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬১৪ জন। ভোকেশনাল পর্যায়ে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯৫ জন ও শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৮ জন।

দাখিল পরীক্ষায় কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থী নওয়াবেঁকী বিড়ালক্ষ্মি কাদেরিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৭৭ জন ও শ্যামনগর ডি ইউ এস আলিম মাদ্রাসা কেন্দ্রে ৬২৭ জন।

প্রথমদিনে উপস্থিত পরীক্ষার্থী ছিল এসএসসিতে ১৭৯২ জন, দাখিলে ৯৫৬ জন ও ভোকেশনালে ১৩১ জন সহ মোট ২৮৭৯ জন।

কেন্দ্র অনুযায়ী উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬১২ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৭৫ জন ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০৫ জন। ভোকেশনাল পর্যায়ে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত পরীক্ষার্থী ৯৪ জন ও শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৭ জন।

দাখিল পরীক্ষায় কেন্দ্র অনুযায়ী উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা নওয়াবেঁকী বিড়ালক্ষ্মি কাদেরিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৬৮ জন ও শ্যামনগর ডি ইউ এস আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫৮৮ জন ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,