সারাদেশ

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
সারাদেশের ন্যায় বাগেরহাট সদরের মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় ৬ষ্ঠ শ্রেণির গণিত, ৮ম শ্রেণির বাংলা প্রথম পত্র ও ৯ম শ্রেণির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হয় এবং ১টায় শেষ হয়।
বিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে মোট ২৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
২৪ জুন থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের তৈরি করা প্রশ্নপত্রে এবারের অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে  সম্পন্ন করতে সকলকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,