সারাদেশ

সিরাজগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
“নিরাপদ সড়ক চাই আর কোন মরণ নাই” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে পল্লীবিদ্যুতের পাশে ঢাকা- রংপুর মহাসড়কের বাইপাস সড়ক নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় শুরু হওয়া মানববন্ধন কর্মসূচিটি এক পর্যায়ে অবরোধ  রূপান্তিত হয়।  প্রায় ২ ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে আসে-পাসের এলাকার সর্বস্তরের মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  অংশগ্রহনে ব্যস্ততম ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুশান্ত কুমার তালুকদার, জাকির হোসেন, আনিসুর রহমান, ,রেজাউল করিম রেজা, একরামুল হক  প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৪ মাসে এই স্থানে  ৭ জন দূর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের আশ্বাসে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়, তিনি আরো বলেন, ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ সংলগ্ন  বাইপাস রাস্তা অতিদ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,