সারাদেশ

সাভার উপজেলা সমাজ সেবার আয়োজিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সেমিনার

আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেজ)এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ বিআরএডিপি সভাকক্ষে আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজ সেবা অফিসার উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউসার রহমান, সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সরকার।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ মহসিনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম খান বাঙালি এনজিও ব্যক্তিত্ব পেশাজীব। বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ অনেকেই।তাছাড়া প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সেমিনারের আয়োজনে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান।

এদিকে সেমিনারে উপস্থিত বক্তারা বলেন,প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে।বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,