সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত রেজাউল করিম কিনা পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও দানেজপুর এলাকার আব্দুল বারিকের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সাথে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনার বিরোধ চলে আসছিল। গতকাল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে লাঠি দিয়ে মারধর করেন। এসময় তিনি গুরুতর আহত হলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, গতকাল পল্লীবিদ্যুৎ এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার খবর পেয়েছি। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,