সারাদেশ

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ছাত্রদল নেতা

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ জুন ২০২৫ইং
সারাদেশের মতো জয়পুরহাটেও শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। জেলায় এবার ৯ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিন ৬ শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে তিনি এসব উপকরণ বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রদল নেতা কনক, জুয়েল, হাবিব, আলী, আরিফ, সুইট, সাকিব, মোস্তাফিজ, ফারদিন, আসিফ, উৎসব, মাহিম প্রমুখ।
ছাত্রদল নেতা গোলাম মাহফুজ শুভ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,