সারাদেশ

কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫—২৬ অর্থবছরের জন্য ৭৪ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা ৫৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার পৌরসভা মিলনায়তনে এ বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দেদারুল ইসলাম।
বাজেট ঘোষণাকালে জানানো হয়, এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং নাগরিকদের সার্বিক সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মাহাবুবুর রহমান, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিন্ময় বাড়ৈ, শহীদ নূর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু,বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু,মাহাবুবুর রহমান মিলন, উচ্চ কন্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রথম আলোর আজাদ ,সমকালে জামির হোসেন যুগান্তেরর ও দীপ্তটিভির শাহারিয়ার রহমান সোহাগ, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক সহিদুল ইসলাম  সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা—কর্মচারীরা অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক।
বাজেট প্রসঙ্গে দেদারুল ইসলাম বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। তাই কোনো কর বৃদ্ধি না করে স্বচ্ছতা, অংশগ্রহণ ও গণমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,