সারাদেশ

আগামী ০৩ই আগস্ট সংস্কার ও নতুন সংবিধান ইশতেহার ঘোষণা করা হবে: জয়পুরহাটে এনসিপির  আহবায়ক নাহিদ ইসলাম

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৫ জুলাই ২০২৫ইং
আগামী ০৩ই আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধান ইশতেহার ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে
জয়পুরহাট সিও কলোনি এলাকা থেকে শনিবার (০৫ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জয়পুরহাটের স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রা করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে সমাবেশে মিলিত হোন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনপিপির সদস্য সচিব আকতার হোসেন, সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,