মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার শোক প্রকাশ-

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং এসোসিয়েশন অফ ইনজিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাবেক সভাপতি,মজলুম সাংবাদিক,দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-চট্টগ্রাম শাখা।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি এবং সদস্য সচিব ডাঃ খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, ছয় দশকের অভিজ্ঞতাসমপন্ন এই প্রবীণ শিক্ষকও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রেহাই পান নি। শুধু মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের জন্মদাত্রী মা হওয়ার কারণে তাঁকে মিথ্যা মামলাসহ বিভিন্ন রকম হয়রানি ও মানষিক নির্যাতনের শিকার হতে হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং তাঁর শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান।