সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
 ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মাঠ দিবস। যশোর অঞ্চলের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি সাতবাড়ি গ্রামে আয়োজিত এই দিবসটি ছিল মূলত আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই একটি জীবন্ত প্রদর্শনী।
রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু।  বিশেষ অতিথি প্রকল্প পরিচালক ও কৃষিবিদ রবিউল ইসলাম, সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায়।
 বস্তা বীজে শুরু, স্বপ্ন এখন বিস্তৃত
প্রদর্শনী প্লটটিতে মাত্র দুই বস্তা আদা বীজ দিয়ে গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ চাষাবাদ ব্যবস্থা। আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালিত এই ক্ষুদ্র উদ্যোগই যেন বড় এক সফলতার মডেল হয়ে উঠেছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে উৎপাদনশীলতা বৃদ্ধি ও আর্থিক সাশ্রয়ের নতুন পথ দেখাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন,
বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়এটি টেকসই উন্নয়নের অন্যতম স্তম্ভ। আমরা চাই কৃষক যেন বিজ্ঞানভিত্তিক ও লাভজনক চাষাবাদে উদ্বুদ্ধ হন।”
স্থানীয় কৃষক আব্দুল হামিদ বলেন,
আগে আদা চাষ নিয়ে তেমন কিছু জানতাম না। এখন বুঝি, কীভাবে অল্প জায়গায় আধুনিক পদ্ধতিতে বেশি ফলন সম্ভব।”
আরেক কৃষক রিনা খাতুন জানান,
নারী হিসেবে মাঠে কাজ করতে একটু দ্বিধা ছিল, কিন্তু আজকের আয়োজন আমাদেরঅনেককিছুশিখিয়েছে।”
আলোচনায় উঠে আসে কৃষির ভবিষ্যৎ
মাঠ দিবসে সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন, জৈব প্রযুক্তি, জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতি এবং বাজার সংযোগসহ নানামুখী দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
আয়োজকরা মনে করেন, এই ধরনের বাস্তবভিত্তিক প্রদর্শনী ও সরাসরি কৃষকের অংশগ্রহণ উন্নত কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,