সারাদেশ

মৃত সেনা সদস্যের ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রী জুঁই উপর 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগ‌ঞ্জে এক মৃত সেনা সদস্য দ্বিতীয় স্ত্রী কর্তৃক ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সেনা সদস্য’র পিতা মো. আব্দুস ছাত্তার বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সুবর্ণগাতি গ্রা‌মের মো. শওকত আলী মে‌য়ে ত‌নিমা আকতার জুঁই এর সা‌থে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল
আব্দুল্লাহ আল মামুন শাহীন সা‌থে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বি‌য়ের কিছ‌ু দিন পর সেনা সদস্য শাহীন জাতীসংঘ মিশনে কর্মরত থাকাকালীন আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করলে পরিবারের গুচ্ছিত ১৭ লক্ষ টাকা নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এতে করে বিপাকে পড়েন সেই সেনা সদস্যর পিতা-মাতা ও দুই সন্তান। বর্তমানে অর্থলোভী ত‌নিমা আকতার জুই সেনা সদস্যর সুবিধা ভোগ করলেও অন্যত্র বিয়ে করে সংসার করারও অভিযোগ রয়েছে।
অভিযোগকারী মো. আব্দুল ছাত্তার ব‌লেন, আমার ছে‌লের প্রথম স্ত্রীর পক্ষের প্রতিবন্ধী একটি ছেলে আছে। যাহার নাম বিলওয়ার মামুন শিক্ত (১৫)। আমার ছেলের প্রথম স্ত্রী অন্যত্র পরকিয়া ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে ছেলে ডিভোর্স দিয়ে জুইকে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই হইতে আমার প্রতিবন্ধী নাতি আমার নিকট থাকে। আমার ছেলের মৃত্যুর পর ছেলের জমানো প্রায় ১৭ লক্ষ টাকা টাকা নিয়ে আমার প্রতিবন্ধী নাতিকে বঞ্চিত করে অন‌্যত্র বিবাহ করে সংসার করছে। এছাড়াও ছেলের বিভিন্ন অনুদানের টাকা সে একা আত্মসাৎ করছে আমি তাহার উপযুক্ত বিচার চাই।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, যেহেতু ২০২৩ সালের অভিযোগ আমি কিছু বলতে পারছিনা, তবে বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আমরা তদন্ত করে দেখব।
এ বিষয়ে অভিযুক্ত ত‌নিমা আকতার জুঁই ব‌লেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,