সারাদেশ

পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় চার ছাত্রদল নেতা বহিষ্কার !

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের চার নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৭ জুলাই সোমবার ছাত্রদলের ওই চার নেতাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল।
সংগঠনের দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক ও যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। এমনকি তাদের সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়ে স্পষ্ট কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র ছাত্রদলের ওই  ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি জেলা ছাত্রদল। যদিও মারধরের ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে বহিস্কৃত ছাত্রদল নেতারা।
মাসুদ রানা রিয়াজ এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন
জানা যায়, ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা রিয়াজের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। রবিবার বিকেলে তিনি বাড়ি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিন বারের সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারত করার জন্য রওনা হন। সাকোয়া বাজারে পৌছালে তাকে কয়েকজন ব্যক্তি আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় পঞ্চগড় জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতার কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ কেবল এতটুকু বলেন, কেন্দ্র এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী বিষয়টি দেখভাল করছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে।
বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব জীবন সরকার বলেন, মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়াতে এসেছে এটা আমরা জানতামই না। তাকে মারধরের ঘটনার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়। কিন্তু আমাদেরকে বহিষ্কারের ঘটনায় আমরা হতভম্ব হয়েছি।
পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। যদিও ভিডিওতে তাদের কাউকে দেখা যাচ্ছে না। হামলায় ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি। সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তির দাবি জানাচ্ছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,