সারাদেশ

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু,  আহত দুই

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সহ দুইজন। ৭ জুলাই সোমবার সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোয়ালিমারী এলাকায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মতিয়ার রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকায়। তিনি মরগেন চা কারখানায় শ্রমিকের কাজ করতেন।
আহতরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকার অমূল্য রায় (৫২) ও সদর উপজেলার মাগুরা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আব্দুল্লাহ (৩৫)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরগেন চা কারখানায় কাজে যোগ দিতে বাসা সাইকেল যোগে বের হয়েছিলেন মতিয়ার রহমান। এসময় তিনি মরগেন চা কারখানার সামনে আসলে পঞ্চগড় থেকে তেতুলিয়া গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এসময় মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আহত হন তিনি। এছাড়া মোটরসাইকেল আরোহী দুইজনও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী মন্ডল।
এছাড়া আহত মোটরসাইকেল চালকসহ আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সাইকেল জব্দ করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন অভিযোগ পেলে পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,