সারাদেশ

নওগাঁয় এক মাদরাসায় একজনই পরীক্ষার্থী, তাও ফেল

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদরাসাটি নন-এমপিওভুক্ত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ৪জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে একজন ছাত্রীর বিয়ে হওয়ায়। একজন ছাত্র বিদেশ চলে যায়।
বাকি দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে এরমধ্যে পরীক্ষার চলাকালে আরও এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে যাওয়ায় বাকী পরীক্ষায় অংশ গ্রহণ নিতে পারেনি তিনি। তবে একজন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও তিনিও ফেল করেছেন।
এবিষয়ে মাদরাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদরাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছে। ফলে পড়া লেখা ভালো হয়নি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।
আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, সবাই ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,