সারাদেশ

জয়পুরহাটে ইমামদের সাথে বিএনপি নেতা ফয়সল আলিম এর মতবিনিময় সভা 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
একটি অনন্য ও ঐতিহাসিক উদ্যোগের অংশ হিসেবে জয়পুরহাট সদর ও পৌর এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এর আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইমাম সাহেবদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রাসঙ্গিক বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং  ফয়সল আলিম তাঁর বক্তব্যে ইমাম ও মসজিদ ভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, “ইমামগণ শুধু ধর্মীয় নেতা নন, বরং সমাজের আদর্শ ও নৈতিক পথপ্রদর্শক।” তিনি ইমামদের উত্থাপিত সমস্যা সমাধানে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলোর কথাও বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় ইমামগণ ধর্মীয়, সামাজিক ও পারিবারিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
সভাটি ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ, যা ভবিষ্যতে ধর্মীয় নেতৃত্ব এবং রাজনীতির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,