সারাদেশ

চিলমারীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ঢাকার মিটফোর্ড এলাকায় “পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের” প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকাল বেলায় ‘সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি হয়েছে। এ সময় বিক্ষোপ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।
শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে, “ছাত্র-জনতার ব্যানারে” একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে যেন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য খুবই জন্য লজ্জাজনক। এ সময় বক্তব্য রাখেন, হযরত আলী, বদরুজ্জামান, রাশেদুল ইসলাম, মোতালেব রহমান, মাহমুদুল হাসান, আল আমিন, মনিরুজ্জামান লিটনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,