সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখা । শনিবার (১২ এপ্রিল) দিনাজপুর গোড়-এ শহিদ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে মিছিল টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দিনাজপুর গোড়-এ শহিদ কেন্দ্রীয় মসজিদে এসে শেষ হয়।
এ মাদ্রাসা শিক্ষকেরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওঃ একরামুল হক বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই।’
বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রজ্জাক বলেন, ‘আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা অনেক সমবেদনা, একাত্মতা দেখেছি।আমাদের এখন অ্যাকশনে চলে যেতে হবে। আমরা মুসলিমদের একত্রিত হতে হবে। আমেরিকার দূতাবাস ঘেরাও করে লাভ নেই। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে।ইরান, ইরাক, সৌদি আরব, মিসরকে জাগাতে হবে। এখন পর্যন্ত ইন্টেরিম সরকারকে কোনো বিবৃতি দিতে দেখলাম না। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। এরপর সৌদি, মিসরও পার পাবে না।’
বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম বলেন, ‘মুসলিমবিশ্ব আজ নিজেদের মাঝে বিভেদ নিয়ে ব্যস্ত আছে। আমাদের ভাইয়েরা-বোনেরা আজ মারা যাচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা বদর আর উহুদের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে কিছুই করতে পারছে না। বাংলাদেশসহ সব মুসলিম দেশকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। এমন অবস্থানে যেতে হবে যাতে আমরা আর কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়, চাই সেটা অস্ত্র হোক বা কোনো পণ্য।
এই সময় উপস্থিত ছিলেন সভাপতিঃ জেলাশাখা-দিনাজপুর মাওঃমোঃ একরামুল হক, সম্পাদক দিনাজপুর ও সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি-ঢাকা মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, সাংগঠনিক সম্পাঃ জেলা শাখা-দিনাজপুর ও প্রচার সম্পাঃ কেন্দ্রীয় করিটি-ঢাকা মাওঃ মোঃ আব্দুর শরশীদ সরকার, যুগ্ম-ও শাখা-দিনাজপুর মাওঃ মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পা-জেলা শাখী-দিনাজপুর মাওঃ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সম্পা-জেলা শাখা দিনাজপুর মাওঃ মোঃ আঙুল মুঈদ অধ্যক্ষঃ আব্দুল মুঈদ, অধ্যক্ষ, অগটোর, মোহাঃ ফামিল মাদরাসা- দিনাজপুর মাওঃ মোঃ আহসান হাবিব সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা-দিনাজপুর,মাওঃ মোঃ রুহুল আমিন শাহ, সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখা-দিনাজপুর, আওঃ মোঃ আবুল কাশেম সম্পাদক,বীরগঞ্জ উপজেলা শাখা দিনাজপুর মাওঃ মোঃ মকবুল হোসেন ,সম্পাদক, বিরল উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ নূরুল ইসলাম, সম্পাদক, ফুল বাড়ী উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ আব্দুল ওহাব, সম্পাদক, কাহারোল উপজেলা শাখা-দিনাজপুর মাওঃ মোঃ লোকমান হাকিম প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,