মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে
শুক্রবার (১১ জুলাই) রাত ৮টায় আলীয়া মাদ্রাসা মাঠে দত্তবাড়ি যুব সমাজের উদ্যোগে S Thaves এর সৌজন্যে অনুষ্ঠিত স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মরহুম মির্জা মুরাদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মােন্তফা জামান।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মােঃ আব্দুল লতিফ,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক মোঃ জিন্নাহ সরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মিনু, পরিচালনা করেন সদস্য মোঃ আসলাম উদ্দিন।
এসময় বক্তারা বলেন মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীরচর্চা, শৃঙ্খলা, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতির অন্যতম মাধ্যম। তরুণ সমাজকে মাদক, কুসংস্কার ও নানা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং সুস্থ-সবল একটি প্রজন্ম গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। মরহুম মির্জা মুরাদুজ্জামান সাহেবের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করি।
খেলায় বিপুলসংখ্যক দর্শক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।