সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ছিনতাই কালে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

কাউসার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।  (১২ জুলাই) শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাই করা নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  রাকিবুল, নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,