সারাদেশ

চিরিরবন্দরে স্বাধীনতার পূর্বে স্থাপিত পোস্ট অফিসের বেহাল দশ।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে স্বাধীনতার পূর্বে স্থাপিত ঘন্টাঘর বাজারে পোস্ট অফিসটির বেহাল দশা হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পোস্ট অফিসের মাটির ঘরটি যেকোনো সময় ধ্বসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। চিঠিপত্র আদান-প্রদানের জন্য একসময় সাতনালা, নশরতপুর ইউনিয়নের বৃহদাংশ ও সাঁইতাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের একমাত্র ভরসা ছিল এই পোস্ট অফিসটি। বর্তমানে মাটির ঘরটির অবস্থা একেবারে জরাজীর্ণ ও করুণ অবস্থা। ভেঙ্গে পড়েছে দেয়াল। দরজা ঘুনে নষ্ট হয়ে গেছে। জানালা চুরি হয়ে গেছে। বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে পোস্ট অফিসের ঘরটি। অফিসের আসবাবপত্র পোস্ট মাষ্টার বাড়িতে নিয়ে গেছেন। পোস্ট মাষ্টারের অবহেলা অযত্নে অফিসটিতে বসার কোন অনুকূল পরিবেশ নেই।
স্থানীয় আনিসুল হক শাহ (৫৮) জানান, আমরা জন্মলগ্ন থেকেই এই পোস্ট অফিসটি দেখে আসতেছি। কিন্তু কখনও কাউকে পোস্ট অফিসটি সংস্কারের উদ্যোগ নিতে দেখিনি। বড় কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ বা ভুমিকম্প হলে মাটির তৈরি অফিস ঘরটি ধ্বসে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও।
স্থানীয় আরেক প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন- এলাকার কেউ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠালে ওই পোষ্ট মাস্টার গ্রাহককে না জানিয়ে বেশ কিছুদিন তা গোপন করে রাখতেন। পরবর্তীতে জানাজানি হলে টাকাগুলো কয়েক দফায় প্রদান করতেন। এখনও তার ওই স্বভাব রয়েছে। মূলত তার কারণেই পোস্ট অফিসটির এমন বেহাল দশা হয়ে পড়েছে।
স্থানীয় ও বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মসলেম উদ্দিন বলেন-একসময় পোস্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান হত। এখনও মাঝে মাঝে বেশ কিছু চিঠিপত্র আসে। ঘরটির অবস্থা অত্যন্ত শোচনীয়। দ্রুত সংস্কার করা প্রয়োজন।
ওই শাখা অফিসের পোস্ট মাষ্টার শাহজাহান আলী বলেন-বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে। নিজস্ব কোন জমি না থাকায় সরকারিভাবে ভবন করা হয়নি। আর এখন সরকারি কয়েকটি চিঠিপত্র ছাড়া অন্য চিঠিপত্র তেমন না আসায় ভবন নির্মাণের তেমন গুরুত্ব নাই। গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন- বর্তমানে কেউ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,