শ্যামনগরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বংশীপুর বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী আওয়ামী ষড়যন্ত্র,কেন্দ্রিয় নয়া পল্টন বিএনপি অফিসে ককটেল ফাটিয়ে ত্রাশ সৃষ্টি, তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রোববার বিকাল ৫টায় স্থানীয় বিএনপির এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন। বিক্ষোভ মিছিল শেষে
বংশীপুর বাসস্ট্যান্ডের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক জি এম আব্দুল ওহাব।
তাঁতি দলের আহবায়ক ডাঃ আঃ হালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান মাঝি, নুর উদ্দিন সরদার, আবু জাফর, আসমত আলী সরদার, ছাত্রদলনেতা নাইম সুমন প্রমুখ।