পঞ্চগড় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শীর্ষ নিউজ, পঞ্চগড়
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুমেল, জাসাস নেতা
ইউনুস আলী, ছাত্রদলের জেলা সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুমেল।
সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, মিটফোর্ডে যে ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটানো হয়েছে। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিএনপি’র নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা পুরোটাই সাজানো। সেটা রাজনৈতিক কোনো কারণে খুন হয়নি সেটা হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। এখানে বিএনপির নামে অপপ্রচার করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে অপপ্রচার করা হচ্ছে, তার নামে বিভিন্ন শ্লোগান দেয়া হচ্ছে। তার ছবির উপরে উঠে লাফিয়ে উল্লাস করা হচ্ছে। ছাত্রদলের কর্মীরা যদি থাকে তাহলে প্রত্যেক কুলাঙ্গার কে খুজে খুজে বের করা হবে।
তিরি আরও বলেন, তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডঃ ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। তখন একটি দল নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র শুরু করে। তারা বলে দেশে নাকি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তারা সকালে এক কথা আর বিকেলে আরেক কথা বলে।