সারাদেশ

নাগরপুরে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

শহিদুল ইসলাম (নাগরপুর)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় নাগরপুর যদুনাথ ময়দান হাসপাতাল মাঠে দক্ষিণ নাগরপুর পূর্ব পাড়া ছাত্র ও যুবসমাজ কতৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল খেলায় নাগরপুর উপজেলা জাসাস এর আহবায়ক আবুল বাসার চৌধুরীর সঞ্চালনায়, নাগরপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর জাসাস এর আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন সহ বিএনপির অঙ্গ সংগঠন এ-র নেতা কর্মী বৃন্দ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নায়েব আলী সুপার কিং বনাম শিহা ইলেভেন স্টার।এই খেলায় নায়েব আলী সুপার কিং জয় লাভ করে। বিজয়ী এবং রানারআপ এর হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,