সারাদেশ

নারায় তাকবীর আল্লাহু আকবার” এই শ্লোগান দিলে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে : সমীরণ সামাদ্দার

“নারায় তাকবীর আল্লাহ আকবার” এই শ্লোগান যে দিবে তাকে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে বলে এক পরিচ্ছন্নতা কর্মীকে হুমকি দিয়েছে সমীরণ সামাদ্দার এক হিন্দু ইসকনপন্থী যুবক।
গতকাল শনিবার ১৯ জুলাই সকাল ৯টার দিক এই ঘটনা ঘটেছে অপসোনিন ফার্মা লিঃ, ১২৭,নিউ ইস্কাটন রোড,ঢাকা ডিপোতে।
সূত্র বলছে প্রতিদিনের মতো অফিসের পরিচ্ছন্নতা কর্মী মোঃ রুমান (ডিডি ০৪২২৮) ঝাড়ু দিতে স্টোর রুমে যায় এবং ঝাড়ু দিতে থাকে সাথে আল্লাহু আকবার জিকির করতে থাকে ঠিক সেই সময় স্টোর ইনচার্জ সমীরণ সামাদ্দার গালি দিয়ে বলে আল্লাহু আকবার স্লোগান দিলে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে। তৎক্ষনাৎ ডেলিভারি সহকারী মেহেদী হাসান প্রতিবাদ করে ওঠে এবং স্টোর ইনচার্জ মেহেদী পাশে দাড়িয়ে শুনে, তার ভয়ে সে আর কোনো সাড়া শব্দ করেনা।
এ ঘটনা ফাঁস হওয়ার পর পুরো অফিস সমীরণ সামাদ্দারের বিরুদ্ধে ফুঁসে ওঠে,তাদের দাবি তাকে চাকুরীচ্যুত করে আইনের আওতায় আনতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অপসোনিন ফার্মার ঢাকার ডিপোর সিনিয়র ইনচার্জ গোলাম মাওলা বলেন বিষয়টি আমি রোববার ২০ জুলাই জানতে পারি এবং সমীরণ সামাদ্দারকে ডাকি উপস্থিত সাক্ষী মেহেদী হাসান ডিএ,মেহেদী হাসান সহকারী স্টোর ইনচার্জ, মেহেদী হাসান ইমন,সহকারী ডিপো ইনচার্জ হুমায়ুন কবির, এবং সহকারী ডিপো ইনচার্জ সুকলাব দাস এর সামনে শুনি,সমীরণ সামাদ্দার তার দোষ সীকার করে এবং ক্ষমা চেয়েছে।
অন্য সূত্র বলছে, সে অপরাধ করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, সে একজন সক্রিয় ইসকন সদস্য, বিভিন্ন সময় সে উদ্ভট আচারন কথা বার্তা বলে থাকে, এমন কি সুজন ঘোষ নামে একজন সহকারী স্টোর ইনচার্জ গরুর গোস্ত খাই তাই তাকেও হত্যার হুমকি দিয়েছে, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার কর্ম থেকে তাকে অব্যহতি দিতে হবে এটাই সকলের দাবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,