সারাদেশ

শ্যামনগরে পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করতে অপচেষ্টা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ব্যক্তি স্বত্ত দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন।

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর মৌজায় ১২জন জমির মালিক অভিযোগ করে জানান যে, অতিশয় দরিদ্র বাসিন্দা তারা। হরিনগর মৌজায় প্রায় সাড়ে তিনশত একর জমি রয়েছে তাদের। ১৯৯৫ সালে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার মোড়লের অনুকুলে জমি ডিড বা লিজ প্রদান করেন। পাশের আরও অনেক জমির মালিক মৎস্য চাষ করার জন্য তার নিকট লিজ বা ডিড প্রদান করেন। ২০২০ সালে আব্দুস সাত্তার মোড়লের নিকট থেকে সাইদুর রহমান ২০২৫ সালের ৩০ জুন মাস পর্যন্ত সাব ডিড গ্রহণ করেন। ডিডের বা লিজের মেয়াদ শেষ হওয়ার কারণে জমির মালিকরা আব্দুস সাত্তার মোড়লের পুত্র এ এম এম সালাউদ্দীন শাওনের নিকট পরবর্তী পাঁচ বছরের জন্য ডিড বা লিজ প্রদান করেছেন।

জমির মালিকরা অভিযোগ করে বলেন সাইদুর রহমানের ডিডের মেয়াদ শেষ হলেও স্বত্ত দখলীয় জমি ছাড়ছেননা এবং নতুন লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দীন শাওনের প্রকল্প সচলের কাজে বিঘœতা সৃষ্টি করছেন বলে সোমবার (২১ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে লিখিত বক্তব্যে তুলে ধরেন। লিখিত বক্তব্যে আরও বলেন কতিপয় ব্যক্তিকে সামনেরেখে লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দিন শাওনের জমিতে যাওয়ারক্ষেত্রে বাঁধার সৃষ্টি করছেন সাইদুর রহমান।

জমির মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে অতি দ্রুত জমি ফিরে পেতে পারেন এবং নতুন লিজ গ্রহিতাকে জমি লিজ দিতে পারেন সে ব্যাপারে সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক শ্রী গেীরপদ ব্যাপারী, মোঃ জিয়াউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৫ জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা জমি ফিরে পেতে মানববন্ধন ও সমাবেশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,