সিরাজগঞ্জে চলন্ত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কের শ্রীকোলা মোড়ে একটি সিএনজির ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সারে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। ঠিক সে সময় পাবনার দিকে যাচ্ছিল একটি রেজিস্ট্রেশনবিহীন দ্রুতগামী সিএনজি। শ্রীকোলা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম, পরিচয় এবং বাড়ি কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন বলেন, আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি, এক লোক রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় খুব দ্রুতগতিতে একটি সিএনজি এসে তাঁকে ধাক্কা দেয়। মুহূর্তেই তিনি পড়ে যান। আমাদের সামনেই সব ঘটে। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছি। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। সিএনজি-টি রেজিস্ট্রেশনবিহীন ছিল এবং চালকের নাম জানা গেলেও সে পলাতক রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে যান চলাচলের গতি নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।