দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সপরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পঞ্চগড় খামারবাড়ির জেলা কৃষি সম্প্রসারন অফিসের উপ পরিচালক আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে বক্তব্য দেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্চয় দেবনাথ।
অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন, আধুনিক চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত আরা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমাইয়া সাদিয়া ও শামিম ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।