লালমনিরহাটের হাতীবান্ধায় ৫টি পরিবারের যাওয়াতের একমাত্র রাস্তা কাটতে বাঁধা দেয়ায় মারধর, থানায় অভিযোগ

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় চলাচলের রাস্তা কাটতে বাঁধা দেওয়ায় একটি পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আবুল কাশেম ও তার পরিবারের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ডে ওই পরিবারকে বেধড়ক মারধরের ঘটনাটি ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের তিনজন গুরুতর আহত হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় ভুক্তভোগী লাইলি বেগম আজ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, লাইলি বেগমসহ প্রায় ৫টি পরিবারের যাওয়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে মাটি কাটা শুরু করেন কাশেম ও তার লোকজন। পরে লাইলি বেগম সেখানে বাধা দিলে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাশের লাটি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুননবী বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।