মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় সাবেক নেতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত রয়েছেন।
ছাত্রলীগের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসিক ভূমিকা রাখা সাব্বির আহমেদ সামাদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং শেখ হাসিনার ভিশন বাস্তব করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে কাজ করবো। প্রচারনাকে তথ্যভিত্তিক, আদর্শিক এবং সংগঠন শক্তিশালী করার হাতিয়ার হিসেবে গড়ে তুলবো।
নতুন দায়িত্বপ্রাপ্ত এই নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি ১৬/০৫/২০২২ তারিখে ছাত্রলীগের প্যাডে নবনির্বাচিত কমিটি অনুমোদন দেওয়া হয় ।