দেশ প্রেমীরা আওয়াজ তুলতে পারলে, ক্ষমতা প্রেমীরা পালাতে বাধ্য হবে- মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করতে হলে সংখ্যানুপাতিক (PR) নির্বাচনী ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে” আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন , আওয়ামী লীগ সরকার আয়না ঘর তৈরী করে শত শত মানুষকে নির্যাতন, গুম ও খুন করেছে।
৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। পূর্বে যারা দেশ শাসন করেছে তাদের কাছ থেকে ভালো শাসন ব্যবস্থা পাওয়া বোকামি ছাড়া আর কিছুই না।
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ সংস্কার, দৃশ্যমান বিচার ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দরকার। কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থে এটার বিরোধিতা করছে , আবার অনেকে দলের স্বার্থে এটাকে বিতর্কিত করতে চায়। আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতা প্রেমীরা পালাতে বাধ্য হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম আদিব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।