সারাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আজ বৃহস্প‌তিবার (২৪ জু‌লাই) দুপু‌রে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধযুক্ত লাশটি প্রথমে দেখতে পান স্থানীয় এক ফুচকা বিক্রেতা।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মইনুল হোসেন জানান, সকালের দিকে আমি যখন দোকান খুলছিলাম তখন দেখি পানির মধ্যে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি একটা মানুষের লাশ। তীব্র দুর্গন্ধে টেকা যাচ্ছিল না। সাথে সাথেই থানা পুলিশে ফোন করি।
খবর পেয়ে এনায়েতপুর থানার এসআই সবুজ রানা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার এসআই সবুজ রানা বলেন, লাশটি অজ্ঞাত পরিচয়, মৃতদেহটি ইতোমধ্যে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট নয়, তবে বিস্তারিত ময়নাতদন্তের পরই জানা যাবে। যেহেতু লাশটি যমুনা নদীতে পাওয়া গেছে, তাই সুরতহাল নৌ পুলিশ কর্তৃক সম্পন্ন করা হবে।
এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,